বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের মন্ত্রীর

পাকিস্তান যদি ভারতের ওপর পারমাণবিক আক্রমণ চালায় তাহলে পরমাণু বোমা ফেলে তাদের ধ্বংস করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাই । মঙ্গলবার (১৫ অক্টোবর) বিহারের সমস্তিপুরে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় এ হুমকি দেন তিনি।

নিত্যানন্দ রাই বলেন, ‘পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। পৃথিবী থেকে নয়, বরং চাঁদ থেকে পরমাণু বোমা ফেলে তাদের ধ্বংস করে দেয়া হবে।’

মন্ত্রী নিত্যানন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত চাঁদে পৌঁছেছে। কিন্তু কংগ্রেস ৭০ বছর ধরে দারিদ্র্য দূরীকরণের স্লোগান দিয়েছিল। দারিদ্র্য দূর হয়েছে কী?’ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা কেন্দ্রীয় মোদি সরকারের এক বিপ্লবী ও ঐতিহাসিক সিদ্ধান্ত। কারণ ৩৭০ ধারা দেশের জন্য এক কলঙ্ক হিসেবে ছিল। এর ফলে সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সন্ত্রাসীরা নিহত হচ্ছে।’

মন্ত্রী নিত্যানন্দ রাই ২০২২ সালের মধ্যে সবাইকে পাকা বাড়ি দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, দেশের কোনও ব্যক্তিই পাকা বাড়ি ছাড়া বাস করবেন না। বিহারের সমস্তিপুর লোকসভা আসনসহ পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচন হবে আগামী ২১ অক্টোবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *