যেখানে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘নাকরি’

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবের রেশ এখনও কাটেনি। তার আগেই আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’। শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে। এর নাম দেয়া হয়েছে ‘নাকরি’।

আগামীকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বঙ্গোপসাগরে নাকরি শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে। পাশাপাশি চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুর উপরও চোখ রাঙাচ্ছে নাকরি। যদিও এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি। এর প্রভাব পড়বে বাংলাদেশেও।

ঘূর্ণিঝড় নাকরি আপাতত শক্তি বাড়িয়ে দক্ষিণ চীন সাগরেই অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *